রায়গঞ্জ:--হেমতাবাদ বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু মামলা ধৃত নিলয় সিংহকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করল সি আই ডি। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সি আই ডি। অভিযুক্ত আরও মামুদ নামে একজন এখনও ফেরার। ১৪ দিন হেফাজতে নেবার জন্য আদালতে আবেদন করেছে সি আই ডি।
গত সোমবার রায়গঞ্জ থানার বালিয়া মোড়ে এক মোবাইলের দোকানের সামনের বারান্দায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়।বিধায়কের চাঁদিমা রায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন।বিধায়কের জামার পকেট থেকে একটি সুসাইডাল নোট উদ্ধার করে পুলিশ। মৃত্যুর জন্য নিলয় সিংহ এবং মামুদ আলিকে দায়ী করেছেন বিধায়ক। বিধায়কের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য রাজ্য সরকার তদন্তভার সি আই ডির হাতে তুলে দেয়। অভিযুক্ত নিলয় সিংহকে মালদা থেকে গ্রেপ্তার করে সি আই ডি র হাতে তুলে দেয় মালদা পুলিশ। ১৪ দিনের সি আই ডি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত নিলয় সিংহকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা শুরু করেছে।