উত্তর দিনাজপুর:–রায়গঞ্জ শহরে হুহু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে টানা ৪ দিন শনিবার পর্যন্ত পুরপুরি লকডাউন করা হল রায়গঞ্জ পুর শহর এলাকা। অত্যন্ত প্রয়োজনীয় নিত্যসামগ্রী ছাড়া কোনও কিছুই খোলা থাকছেনা। বন্ধ বাজার, দোকানপাট। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে। যেভাবে রায়গঞ্জ পুরসভা এলাকায় সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে সেই মারণ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতেই কড়া লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।
গতকাল মঙ্গলবারও রায়গঞ্জ পুর এলাকার স্কুল রোডে দুই ব্যাবসায়ী সহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে শুধুমাত্র রায়গঞ্জ শহরেই আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জন। সকলকেই রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এদের মধ্যে করোনাকে জয় করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৩০ জন। জেলায় এই মুহূর্তে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন করোনা আক্রান্ত রোগী। তবে রায়গঞ্জ শহরের পুর এলাকায় বিশেষ করে বাজার ও রাস্তার ধারে দোকানদারদের মধ্যে সংক্রমন ছড়ানোয় আতঙ্কিত রায়গঞ্জ শহরবাসী। আর এই সংক্রমণ প্রতিরোধেই রায়গঞ্জ শহরের পুরসভা এলাকা পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন