গ্রামবাসীদের বহুদিনের নিকাশি ব্যবস্থার দাবি পূরণ করতে গিয়ে পি ডাবলু ডি জায়গার ওপর বসা বেশ কিছু দোকানদারের হাতে চরম হেনস্থার শিকার হতে হলো ওই এলাকারই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ।

0
1028

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৬ জুলাই দক্ষিণ দিনাজপুর:-গ্রামবাসীদের বহুদিনের নিকাশি ব্যবস্থার দাবি পূরণ করতে গিয়ে পি ডাবলু ডি জায়গার  ওপর বসা বেশ কিছু  দোকানদারের হাতে চরম হেনস্থার শিকার হতে হলো ওই এলাকারই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে । ঘটনাটি বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সাত নম্বর জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকার। প্রধান কে হেনস্থা করার পাশাপাশি উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় উচ্চ পদাধিকারী কর্তৃপক্ষের কাছে আবেদন প্রধানের।‌                  সামান্য বৃষ্টি হলেই গঙ্গারামপুর থানার সাত নম্বর জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকার ওই গ্রামটি তে জল জমে জল ঢুকে যায় বাড়ি বাড়ি। বিষয়টি নিয়ে রাস্তায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। বিষয়টা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত করা হয়। এরপর গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে প্রশাসন তৎপর হয়ে গ্রামবাসীদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে। সাত নম্বর জাহাঙ্গীর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার ও প্রাক্তন প্রধান ধীরেন্দ্র সরকার ওই এলাকায় ড্রেনটি করার জন্য বেশ কয়েকবার এলাকা পরিদর্শন করতেও গিয়েছিল। একটি দপ্তর থেকে প্রায় কয়েক লক্ষ টাকা বরাদ্দ করা হয় ওই ড্রেনের  কাজ করানোর জন্য। বৃহস্পতিবার সকালে ড্রেনের কাজ শুরু করার জন্য ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার, প্রাক্তন প্রধান ধীরেন্দ্র সরকার সহ বেশকিছু স্থানীয় নেতৃত্বরা পৌঁছালে ,ড্রেন করলে দোকান নষ্ট হয়ে যাবে এমন অভিযোগ তুলে প্রধানকে চরম হেনস্তা করেন  পি ডাবলু ডি জায়গার ওপর বসা বেশকিছু দোকানদার।
এ বিষয়ে তিন জন দোকানদার প্রিন্স প্রসাদ সাহা,নিত্য সরকার,সুভাষ সরকারেরা জানিয়েছেন, তাদের দোকানের সামনে দিয়ে ড্রেন  করলে দোকান দুর্বল হয়ে যাবে এবং পরে যাওয়ার   ভয় থাকবে। তারা চান পুরনো ট্রেনকে কাজে লাগানো হোক জল পারাপারের জন্য।
এদিকে বহু দিনের জল নিকাশি  সমস্যা দূর হবে তাদের, নতুন ড্রেন হচ্ছে জানতে পেরে  খুশি হয়ে ড্রেনের কাজ দেখতে আসা দুই গ্রামবাসীর রবি সরকার ও রণজিৎ সরকার জানিয়েছেন,বহু দিনের এই ড্রেন তৈরির সমস্যা ছিল।সামান্য বৃষ্টিতেই জল ঘরে ঢুকে যেত।তাদের সমস্যার কথা মাথায় রেখে গ্রাম পঞ্চায়েত এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়েছেন প্রধান থেকে শুরু করে সকলকেই।
এ বিষয়ে সাত নাম্বার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার ও প্রাক্তন প্রধান ধীরেন্দ্র সরকার জানিয়েছেন, গ্রামবাসীদের চরম অসুবিধার কথা মাথায় রেখেই আমরা জল নিকাশি ব্যবস্থা করার জন্য উদ্যোগী হয়েছি। কিন্তু পি ডাবলু ডি জায়গার ওপর বসা  কিছু দোকানদার ড্রেন হলে তাদের দোকান নষ্ট হয়ে যাবে বলে কাজ বন্ধ করার হুমকি দিচ্ছে।দোকানদারদের অভিযোগ ভিক্তিহিন।উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় উচ্চ পদাধিকারী কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here