শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৬ জুলাই দক্ষিণ দিনাজপুর:- বেশ কয়েকদিন আগে উত্তর নারায়ণপুরে গুলিবিদ্ধ রঞ্জন দাসের মামলার মূল দুই অভিযুক্ত দুলু রায় ও তার ছেলে দেবাশীষ রায় কে বুধবার গভীর রাতে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন গোপন সূত্র খবর পেয়ে পুলিশ ওই দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার সকালে তাদের মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
বেশ কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উত্তর নারায়নপুর এলাকায় রঞ্জন দাস নামে বছর ৩০শের এক যুবককে গুলি করার অভিযোগ ওঠে ওই এলাকারই কয়েকজন বাসিন্দার নামে। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের আত্মীয়রা তাকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মালদা এমনকি কলকাতা পর্যন্ত নিয়ে যেতে হয় আশঙ্কাজনক অবস্থায় থাকায়। এরপরে ২ই জুলাই আহত ওই রঞ্জন দাসের মামা অনিল চন্দ্র দাস ঘটনার অভিযুক্ত দুলু রায় ও দেবাশীষ রায় সহ আরো কয়েকজন জড়িত থাকা ব্যক্তির নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত দুলু রায় তার ছেলে দেবাশীষ রায় এলাকা থেকে পলাতক ছিলেন। রঞ্জন দাসের গুলিবিদ্ধ হওয়ার মামলা থানায় দায়ের হওয়ার পর থেকেই গঙ্গারামপুর থানার পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বুধবার গোপন সূত্রে খবর পায় থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু।এরপর থানার সাব-ইন্সপেক্টর আশিরুল হোক আইসির নির্দেশ পাওয়ার পরেই কুশমন্ডি এলাকা থেকে ওই দুই অভিযুক্ত দুলু রায় ও তার ছেলে দেবাশীষ রায় কে গ্রেফতার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে।বৃহস্পতিবার সকালে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মহকুমা আদালতে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন , অভিযোগের ভিত্তিতে দুলু রায় ও দেবাশীষ রায় কে আমরা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।