করোনা সংক্রমনে আক্রান্ত উঃ দিনাজপুর জেলা শাসকের দপ্তর

0
690

উঃ দিনাজপুর:--করোনা সংক্রমনে আক্রান্ত উঃ দিনাজপুর জেলা শাসকের দপ্তর। বৃহস্পতিবার দপ্তরের এক অতিরিক্ত জেলা শাষক সহ ২ জন আক্রান্ত হওয়ায় শুক্রবার জেলা শাসকের দপ্তর সহ ওই বিল্ডিং এ অবস্থিত বিভিন্ন সরকরী দপ্তরকে সকাল থেকেই স্যানিটাইজড করা হয়। সতর্ক থাকতে বলা হয়েছে দপ্তরের কর্মীদের।
বেশীরভাগ আধিকারিকরা এদিন দপ্তরে আসেননি। অনেককে আবার হোম কোয়ারান্টাইন থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ ওই অফিস বিল্ডিং এ ঢোকার ৩ টে রাস্তার মধ্যে ২ টা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি গেট দিয়ে যারা প্রবেশ করছেন তাদের থার্মাল স্ক্যানিং করার পাশাপাশি বাধ্যতামূলক হাত স্যানিটাইজড করতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here