জেলার মুখ উজ্জ্বল করে উচ্চমাধ্যমিকের নজরকাড়া সাফল্য বালুরঘাটের পাঁচ কৃতির

0
1104

জেলার মুখ উজ্জ্বল করে উচ্চমাধ্যমিকের নজরকাড়া সাফল্য বালুরঘাটের পাঁচ কৃতির,  বালুরঘাট হাইস্কুলেরই চার ছাত্র,  ললিত মোহন আদর্শ হাই স্কুলের এক ছাত্রীও রয়েছে সেই  তালিকায় 


পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৭জুলাই——- 
 মেধাতালিকা ছাড়া উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও জয়জয়কার বালুরঘাট হাই স্কুলের। ৪৯৮, ৪৯৭ এবং ৪৯৬ নম্বর পেয়েছে  বিদ্যালয়ের চার ছাত্র। একই সাথে বালুরঘাট ললিত মোহন আদর্শ হাই স্কুলের ছাত্রী তানিশা বসাকও ৪৯৭ নম্বর পেয়েছে।  জেলার সদর শহর বালুরঘাট থেকে একসাথে পাঁচ মেধাবী ছাত্র-ছাত্রীর এমন সাফল্যে খুশি হওয়া সর্বত্র।
বিদ্যালয় সূত্রে খবর, বালুরঘাট শহরের ঘোষ পাড়ার বাসিন্দা সৌগত সরকার বিজ্ঞান বিভাগে ৪৯৮ নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যে ভালো ফল করেছে । ছেলের বিরাট সাফল্যে খুশি পেশায় আইসিডিএস কর্মী বাবা সমীর সরকার ও মা নন্দিতা সরকার। সৌগতের পাশাপাশি বালুরঘাট হাই স্কুলের নাম উজ্জ্বল করেছে বিদ্যালয়ের অপর ছাত্র দিব্যজ্যোতি ভট্টাচার্য। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৯৭। দিব্যজ্যোতির বাবা জয়দেব ভট্টাচার্য্য আদালত কর্মী,  মা বিজয়া গোস্বামী ভট্টাচার্য দুজনেই ছেলের সাফল্যে ভীষণ খুশি। এছাড়াও বালুরঘাট হাই স্কুলের অপর ছাত্র সৌরভ পাল পেয়েছে ৪৯৬ এবং অপর এক ছাত্র অভিক ভৌমিকের প্রাপ্ত নম্বরও ৪৯৬। তারা দুজনেই  রাজ্যের মধ্যে  ভালো ফল করেছে।
উল্লেখ্য, করোনা আবহে বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা। এরপর ১৭ জুলাই শুক্রবার অনলাইনে প্রকাশিত হয় এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। তবে অনলাইনে পরীক্ষার ফল প্রাকাশিত হলেও, পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছবে ৩১ জুলাইয়ের মধ্যে বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here