শীতল চক্রবর্তী,ফুলবাড়ি,দক্ষিণ দিনাজপুর,১৮ই জুলাই:-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় মানসিক অবসাদে ভুগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী।ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীররাতে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানা র ফুলবাড়ি হাই স্কুল পাড়া এলাকায়। এমন ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, মৃত ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম প্রিয়া বর্মন (১৮) । বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি হাই স্কুল পাড়া এলাকায়। এবছর সে ফুলবাড়ি হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গত শুক্রবার এ বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর , সে পরীক্ষায় পাশ করতে পারেনি। পরীক্ষার রেজাল্ট জানার পর থেকেই তার মন খারাপ হয়েছিল বাড়ির একমাত্র বড় মেয়ের বলে খবর। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে রাত্রে একসঙ্গে শুয়ে থাকার পর, মাঝরাতে তার পরিবারের লোকজন ঘুমের মাঝে আর দেখতে পাইনি। পাশের একটি ঘরে তার খোঁজ করতেই ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজনেরা। এর পরেই তারা কান্নায় ভেঙে পড়েন। পরে খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত ছাত্রীর কাকা অমিও বর্মন জানিয়েছেন, পরীক্ষায় ফেল করে ওর মন খারাপ ছিল ঠিকই কিন্তু তার জন্য যে এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে সেটা ভাবতে পারিনি।
মৃতের আরেক আত্মীয় দেবদাস বর্মন জানিয়েছেন, পড়াশোনায় ও খুব একটা খারাপ ছিল না। এবছর ফেল করেছে বলে শুনেছি। কিন্তু ও যে আর পরবর্তী সময়ে পাস করতে পারবে না এমন ভাবনা থেকেই সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। খুবই খারাপ লাগছে।
মৃত ছাত্রীর প্রতিবেশী অসীম বর্মন জানিয়েছেন, খুব ভালো মেয়ে ছিল। পরীক্ষায় ফেল করলেই এমন ভাবে চলে যেতে হবে সেটা ভাবতে পারছিনা।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, পরীক্ষায় ফেল করে মানসিকভাবে ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
এমন ঘটনায় মৃত ছাত্রীর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Home বাংলা উত্তর বাংলা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় মানসিক অবসাদে ভুগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী...