কোচবিহার: এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের অধীন চামটা গ্রামের লোহাগাড়ি এলাকায়। মৃতের নাম কুশ বসাক (২৪)। তিনি লটারি বিক্রি করতেন। স্থানীয় এক যুবক মারধর করায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কুশের মৃত্যু হয়। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এদিকে, তদন্তে নেমে সঞ্জু দাস নামে এক স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সঞ্জুই কুশকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। যার ফলে কুশ অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, সঞ্জুর পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮ জুলাই লটারি বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হন কুশ। তারপর থেকে ১২ জুলাই সকাল পর্যন্ত তিনি নিখোজ ছিলেন। সেদিন (১২ জুলাই) দুপুরে স্থানীয় কয়েকজন প্রায় ৯০০ মিটার দূরে লোহাগাড়ি নালার রেলব্রিজের পাশে কুশকে অচৈতন্য অবস্থায় তাঁকে দেখতে পান। খবর দেওয়া হয় পরিবারের লোককে। পরিবারেরের তরফে তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। চিকিৎসায় সাড়াও দেন কুশ। একটু সুস্থ হতেই তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন তাঁর বাবা, মা এবং মামাকে। পরিবারের দাবি, কুশ তাঁদের জানিয়েছে, স্থানীয় এক যুবক তাঁকে বেধড়ক মারধর করে লোহাগাড়ি নালার পাশে ফেলে পালিয়ে যান।কুশের থেকে এই ঘটনা জানার পরই পরিবারের লোকজন ১৩ জুলাই তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে যান। অভিযোগ, সেদিন এফআইআর নেয়নি পুলিশ। ১৫ জুলাই এফআইআর জমা নেওয়া হলেও কোনও রিসিপ্ট কপি বা জিডি নম্বর দেওয়া হয়নি। তবে অভিযোগ পেয়েই পুলিশ স্থানীয় এলাকায় এবং হাসপাতালে যায়। তদন্ত শুরু করে। বৃহস্পতিবার থেকে কুশের শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়েই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। রাতেই তল্লাশি চালিয়ে মূল অভিযুক্তকে আটক করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।