জেলা তৃণমূলের রদবদলে চেয়ারম্যান শংকর চক্রবর্তী, জেলা সভাপতি গৌতম দাস, খুশি তৃণমূল শিবির

0
2239

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৩ জুলাই:- জেলার রাশ শংকর চক্রবর্তীর হাতে রেখে অর্পিতা ঘোষকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির পদে বসানো হল গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে। বৃহস্পতিবার কলকাতায় দলীয় বৈঠকের পর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে গৌতম দাসের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একইসাথে জেলা তৃণমূলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বর্ষিয়ান তৃণমূল নেতা শংকর চক্রবর্তীকে। সূত্রের খবর, আগামীতে চেয়ারম্যানই মূল ভূমিকা পালন করবে দলের রণকৌশল তৈরিতে।

উল্লেখ্য নির্বাচনে হারের পরেও দায়িত্ব দেওয়ায় বিদায়ী জেলা সভাপতিকে নিয়ে দলের অন্দরে দীর্ঘদিন ধরে ক্ষোভের সঞ্চার হয়েছিল। জেলাজুড়ে একাধিক কর্মী সমর্থক প্রকাশ্যে মুখ খুলতে না পারলে আড়ালে আবডালে সভাপতির কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কর্মী-সমর্থকদের ক্ষোভের তালিকায় ছিলেন প্রাক্তন ২ কার্যকরী সভাপতিও। যার পরে দলের সুপ্রিমো নির্দেশে সম্প্রতি ২ কার্যকরী সভাপতিকে সরিয়ে জেলায় একমাত্র কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে।

এবারে জেলার আরো সংগঠন মজবুত করতে মূল ভূমিকায় রয়েছে বরীষ্ঠ নেতা শংকর চক্রবর্তীকে। নতুন চেয়ারম্যান হিসেবে দলের কাজকর্মের প্রধান ভূমিকায় থাকবেন তিনি।

বালুরঘাট মহাকুমার বালুরঘাট, তপন, কুমারগঞ্জের তিনটি বিধানসভার সাংগঠনিক দেখভালের দায়িত্ব দেওয়া হলো তৃণমূল নেতা সুভাষ চাকি,ও গঙ্গারামপুর মহাকুমার গঙ্গারামপুর, হরিরামপুর ও কুশমন্ডির মত তিনটি বিধানসভার সাংগঠনিক দেখভালের দায়িত্ব দেওয়া হলো জেলা পরিষদের সহকারি সভাধিপতি ললিতা টিগগাকে। এমন ঘোষণায় জেলা তৃণমূল শিবির উল্লাসিত, জেলাতে ডুবতে বসা তৃণমূলের সংগঠন বেশ শক্তিশালী হবে বলে রাজনীতি মহলের অভিমত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here