সপ্তাহে দু’দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি কোনও বেসরকারি বাস তার সাথে ছাড়ে নি কোন সরকারি বাসও। খোলা হয়নি কোন দোকানপাট শুরু করে বাজারঘাট। শুধু জরুরি পরিষেবার শুধু খোলা আছে পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁরা শুধু কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়েছেন। কিন্তু তাদেরকে প্রয়োজনীয় কাগজ দেখে তাঁদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছেন তাঁদের ফেরত পাঠাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। বাড়ির থেকে বিনা কারনে কেউ বের হচ্ছে না কি তার জন্য রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এক কথায় বলতে গেলে রায়গঞ্জ শহর একেবারে শুনশান। এই ভাবে যদি লকডাউন চলে তাহলে করোনা থেকে অনেকটাই মুক্ত পাবো বলে মনে করছে ওয়াকিবহাল।