শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ,২৮ জুলাই :—অঞ্চল তৃণমূল কংগ্রেস ও গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে নতুন জেলা সভাপতি কে সংবর্ধনা দাওয়া হল। সকলকে এক সঙ্গে নিয়ে চালাই হবে জেলা সভাপতির লক্ষ জানালেন গৌতম, অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
দলের তরুণদেরকে বেশি করে কাজে লাগানো ও সকলকে একসঙ্গে নিয়ে কাজ করলেই দলের সংগঠন যেমন মজবুত হবে তেমনি,সকলেই শাসক দলের উন্নয়নে র উপরেই বিশ্বাস ও ভরসা রাখবে।মঙ্গলবার দুপুরে দক্ষিণ জেলার গঙ্গারামপুর এর দেবী কোট ভবনে অঞ্চল তৃণমূল কংগ্রেস ও গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন বিধায়ক তথা নতুন তৃণমূলের সভাপতি গৌতম দাস। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে কনভেনর ,বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থকরা সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
বেশ কয়েকদিন আগে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে অর্পিতা ঘোষকে সরিয়ে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাসকে জেলা সভাপতির দায়িত্ব দেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। গৌতম দাস জেলার নতুন সভাপতি পদে বসার পর থেকেই জেলার একাধিক তৃণমূল সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দিয়েছেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুরের দেবী কোট উৎসব ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ওগঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে নবনিযুক্ত জেলা সভাপতি গৌতম দাসকে সংবর্ধনা দেওয়ার হয়। পুষ্পস্তবক মিষ্টিমুখ করিয়ে জেলা সভাপতি কে সম্মান জ্ঞাপন করেন তৃণমূলের নেতা ও নেতৃত্ব রা। এদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা কনভেনোর ললিতা তিজ্ঞা, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার মহন্ত, তৃণমূল নেতা অমলেন্দু ভূষণ সরকার, অশোক বর্ধন, মৃণাল সরকার, যুব তৃণমূল সভাপতি অম্বরেশ সরকার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব রা।
সংবর্ধনা দেয়ার পরে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার মহন্ত জানিয়েছেন, নতুন জেলা সভাপতির কাছে আশা করছি উনার মাধ্যমে সংগঠন আগামী দিনে বেশ ভালো জায়গায় পৌঁছাবে। সেই সঙ্গে ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাব,আগামী দিনে তৃণমূলের ভালো ফল তিনি মমতা ব্যানার্জির কাছে উপহার দেবেন বলে আশা করছি।
এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি গৌতম দাস জানিয়েছেন,দলের তরুণদেরকে বেশি করে কাজে লাগানো ও সকলকে একসঙ্গে নিয়ে কাজ করলেই দলের সংগঠন যেমন মজবুত হবে তেমনি,সকলেই শাসক দলের উন্নয়নে র উপরেই বিশ্বাস ও ভরসা রাখবে।আমি মনে করি এর ফলেই আগামী দিনে দল ভালো রেজাল্ট করবে।
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের পাশাপাশি যুবকদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল ব্যাপকভাবে।