উত্তর দিনাজপুর:-নিত্যদিন মদ্যপান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। স্বামীকে মদ খেতে বারণ করায় মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বালিজোল এলাকার বসাকপাড়া গ্রামে। মৃতা ওই গৃহবধুর নাম পুষ্প দেবশর্মা ( ২০ ), ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ তার পরিবারের লোকেরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবারসূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার বালিজোল এলাকার বসাকপাড়া গ্রামের বাসিন্দা ডোল গোবিন্দ দেবশর্মার ছেলে গুলিয়া দেবশর্মার সাথে বিহারের বারসই থানার দোগজ গ্রামের বাসিন্দা কমল দাসের মেয়ের সাথে প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয়। মৃতা গৃহবধূর পরিবারের অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরে স্বামী গুলিয়া দেবশর্মা তার স্বামী পুষ্প দেবশর্মাকে মদপ্য অবস্থায় এসে মারধর করে বলে অভিযোগ। প্রতিদিনের মতো গতকাল রাতেও স্বামী গুলিয়া দেবশর্মা বাড়িতে এসে পুষ্পকে মারধর করে বলে অভিযোগ। স্ত্রী পুষ্প দেবশর্মা মদ খাওয়াতে বারণ করায় তাকে ধরে বেধড়ক মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে পলাতক স্বামী গুলিয়া দেবশর্মা সহ তার পরিবারের লোকেরা। ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে। মৃতা গৃহবধূর মাসি সনোকা সিংহ জানিয়েছেন, ভাগ্নী তার স্বামীকে মদ খাওয়া জন্য বারন করে বলে স্বামী প্রতিদিন মদপ্য অবস্থায় এসে মারধর করে। গতকালও বারন করায় তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করে। স্বামী গুলিয়া দেবশর্মার উপযুক্ত শান্তি চাই বলে জানান তিনি। অন্যদিকে সুরুন- ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য পাঞ্চারুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি শুনেই ছুটে এসেছি। পুলিশকে জানানো হয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।