পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ সেপ্টেম্বর—— করোনা আবহেও রীতি মেনে ধুমধাম করে খুঁটি পুজোর পর্ব সারলো বালুরঘাটের অভিযাত্রী ক্লাব। বুধবার বালুরঘাটের পশু হাসপাতাল সংলগ্ন ক্লাবের নিজস্ব ময়দানে খুটি পুজোর মধ্যে দিয়ে তাদের ৫৬তম দুর্গোৎসবের শুভ সূচনা করেন ক্লাব উদ্যোক্তারা। এবারে থিম হিসাবে করোনা অসুরকে বধ করতেই মা দুর্গার আরাধনায় মেতেছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে প্রশাসনিক অনুমতি নিয়েই যাবতীয় আয়োজন হবে ক্লাব প্রাঙ্গনে।
উদ্যোক্তাদের দাবি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর সাথে ঢাকি, মৃৎ শিল্পী, মন্ডপ শিল্পী, লাইট ব্যবসায়ী থেকে শুরু করে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে। পুজো বন্ধ করা মানে স্থানীয় অর্থনীতিতেও আঘাত করা। তাই পুজোর আয়োজন। পুজোর কয়েকটি দিন সমাজসেবামূলক কাজেই বেশি নিয়োজিত থাকবে সদস্যরা বলে জানিয়েছেন সুবীর চক্রবর্তী নামে এক ক্লাব উদ্যোক্তা।