শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :- কর্মরত অবস্থায় পথ দুর্ঘটনায় তিন সিভিক এর মৃত্যুর এক বছর পরে থানা পুলিশের তরফে তাদের স্মৃতির উদ্দেশ্যে এক শোক সভার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের তরফে তার ছবিতে মাল্যদান করে তাদের স্মৃতির উদ্দেশ্যে শোক সভার আয়োজন করা হয়। সেখানে আইসি সহ বিভিন্ন পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।
গত এক বছর আগে রাত্রি বেলাতে পুলিশ অফিসারদের সঙ্গে তিন শিবিরকর্মী গঙ্গারামপুর থানার কালিতলা ব্রীজের উপরে গভীর রাতে কর্মরত অবস্থায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই চায়ের দোকানে ঢুকে গিয়ে সেখানে থাকা তিন সিভিক কর্মীর দুর্ঘটনায় মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হওয়া সিবিকেরা হলেন অয়ন দাস বসাকপাড়া, প্রকাশ রায় নয়াবাজার, তফিজুদ্দিন মিঞা প্রাণসাগর এলাকার বাসিন্দা ছিলেন। সেইসঙ্গে সেদিনের ঘটনায় আরো দুই প্রতিবেশী মৃত্যু হয়েছিল। সেদিনের ঘটনার পরে গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের তরফে তাদের পরিবারের লোকজনদের জন্য সরকারিভাবে যতটা পেরেছিলেন সহযোগিতার ব্যবস্থা করেছিলেন।
গঙ্গারামপুর থানা সূত্রে খবর, বুধবার সকালে থানা পুলিশের তরফ মৃত সিভিক কর্মী অয়ন দাস, প্রকাশ রায়, তফিজুদ্দিন মিঞার আত্মার শান্তি কামনার জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে এক শোক সভার আয়োজন করা হয়। সেখানে তাদের ছবিতে মাল্যদান করেন, থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, থানার বড়বাবু সমীর মন্ডল, অফিসার শুভঙ্কর চক্রবর্তী, আসিরুল হক, এ এস আই প্রদীপ বর্মন, পাপড়ি সাহা, সহ বহু পুলিশ অফিসার সহ বহু সিভিক কর্মীরা।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, পথ দুর্ঘটনায় এক বছর আগে ওই তিন সিভিক এর মৃত্যু হয়েছিল। স্মৃতির উদ্দেশ্যে শোক সভার আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে তাঁদের পরিবারের লোকজনদের সমবেদনা জানাই।