ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বিএসএফের খপ্পরে সিভিক ভলেন্টিয়ার, গরু পাচারকারী আখ্যা দিয়ে মারধর করার অভিযোগ বালুরঘাটে

0
451

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ সেপ্টেম্বর——   সিভিক ভলেন্টিয়ারকে গরু পাচারকারী অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া বিওপি এলাকার। ঘটনার পরেই আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে।  বিষয়টি জানিয়ে বালুরঘাট থানায় অভিযোগ করেছেন আক্রান্ত সিভিক সোহান মাহাতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও বিএসএফের তরফে মারধরের ঘটনা অস্বীকার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো সোমবারও চিঙ্গিশপুর পঞ্চায়েত প্রধান মধুপা পাহানের বাড়িতে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার সোহান মাহাতো। কাজ শেষে সীমান্ত এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন শিয়ালা এলাকার বাসিন্দা ওই সিভিককর্মী। অভিযোগ সেই সময় সানাপাড়া বিওপি’র কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান সিভিক কর্মীকে গরু পাচারকারী আখ্যা দেয়। ঘটনায় সে নিজেকে সিভিক কর্মী বলে পরিচয় দিলেও পরিচয় পত্র দেখাতে বলেন বিএসএফ জওয়ানরা। কিন্তু তা না থাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিঙ্গিশপুর পঞ্চায়েত প্রধানের স্বামী সত্যজিৎ পাহান।

সত্যজিৎবাবু জানিয়েছেন, পেটের দায়ে অনেককেই সিভিকের কাজ করতে হয়। সীমান্তে যাদের বাড়ি তাদের বর্ডার এলাকা দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু এইভাবে বিএসএফের অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন।

আক্রান্ত সিভিককর্মী সোহান মাহাতো জানিয়েছেন, বালুরঘাট থানায় তিনি বিষয়টি জানিয়েছেন। অভিযুক্ত জওয়ানদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here