বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান সহ তাদের কিছু ঘনিষ্ঠদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে কয়েকঘণ্টা বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

0
926

শীতল চক্রবর্তী হরিরামপুর ১৫ই সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর:-পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ তাদের কিছু ঘনিষ্ঠদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে কয়েকঘণ্টা বিক্ষোভ দেখাল আদিবাসীসহ বিভিন্ন সম্প্রদায়ের গ্রামবাসীরা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতে।বাসিন্দাদের আন্দোলনের খবর পেতেই পঞ্চায়েত থেকে পালিয়ে যান প্রধান, উপপ্রধান বলে অভিযোগ ওঠে।পরে যুগ্ম বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে সমস্যা মিটে যায়। অভিযুক্ত প্রধান অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন যারা এমন কাণ্ড ঘটিয়েছে তারা সিপিএম ও বিজেপির লোক।আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়


হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম ও উপপ্রধান সহ তাদের বেশ কিছু ঘনিষ্ঠ দের বিরুদ্ধে আদিবাসীসহ বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল বোর্ড গঠনের পর কিছুদিন ঠিকঠাক থাকলেও কিছুদিন আগে থেকে প্রধান, উপপ্রধান, সহ তাদের কিছু ঘনিষ্ঠরা পঞ্চায়েতের সরকারি টাকা হরিলুট করছে।গ্রামবাসীদের অভিযোগ,১০০ দিনের কাজ করার পরে প্রাপকদের সেই টাকা না দিয়ে নিজেদের পছন্দমতো লোকজনকে সেই টাকা অ্যাকাউন্টে দিয়ে আত্মসাৎ করেছে তারা।পুকুর টেন্ডার নিয়ে চলছে চরম দুর্নীতি।এমনকি স্বনির্ভর দলের সদস্যদের মাশরুম চাষের জন্য টাকা দেওয়ার কথা থাকলেও প্রধান গুলজার ও উপপ্রধান মিলে সেই টাকা তাদের না দিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা টাকা ও কাজ চাইতে গেলেই তাদের সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ তাদের। গ্রাম পঞ্চায়েত এলাকায় নেই কোন ভালো রাস্তাঘাট,ড্রেন,সংস্কার হয়নি কোন ভেঙে যাওয়া রাস্তা থেকে শুরু করে ড্রেন সহ আলোবাতিও।
বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভকারী ক্ষুব্ধ গ্রামবাসী দড়ি দেবশর্মা, শিল্পী সরকার, ও শেফালী সরকারেরা অভিযোগ করে বলেন, পঞ্চায়েত দুর্নীতিতে ভরে গিয়েছে। পঞ্চায়েতের সরকারি টাকা হরির লুট করেছে, তাই বাধ্য হয়েই আন্দোলনে নেওয়া হয়েছে।সমস্যা না মিললে বৃহত্তর আন্দোলন করা হবে।
বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম, ও উপপ্রধান তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, যারা এমন কাণ্ড ঘটিয়েছে তারা সিপিএম ও বিজেপির লোক। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।
হরিরামপুর ব্লকের যুগ্ম বিডিও জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ফের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও উপ-প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়েছে হরিরামপুর জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here