আলিপুরদুয়ার:—-আলিপুরদুয়ার দক্ষিণ জিৎপুর এলাকায় নদীতে নিখোঁজ এক ব্যক্তি উদ্ধার হলো আজ।
রবিবার রাত ১ টা নাগাদ আলিপুরদুয়ার দক্ষিণ চাঁদপুর এলাকার নদীতে নিখোঁজ হয়ে এলাকার এক ব্যক্তি। জামাইকে ছবি ব্যক্তির নাম নন্দু বর্মন (৪৫)। নন্দু বর্মন পেশায় কাঠমিস্ত্রি। জানা গেছে রবিবার রাতে কাজকর্ম সেরে বাড়ি ফিরতে অস্থায়ী বাঁশের সাঁকো পার করতে চেষ্টা করেন নন্দু বর্মন। হঠাৎই পা পিছলে ডিমা নদীতে পড়ে যান তিনি। শহরের সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম একটি বাঁশের সেতু। প্রতিবছর বর্ষার আগে ওই বাঁশের সেতু তৈরি করে জেলা প্রশাসন। আলিপুরদুয়ারে ৩ দিন বাদে উদ্ধার ডিমা নদীতে নিখোঁজ নন্দু বর্মনের মৃতদেহ ।