উত্তর দিনাজপুর:-মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার দেহুচী এলাকার গড়াপাড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা কিশোরীর নাম দীপা গড়া ( ১৫) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের সাথে পাড়ার এক শ্রাদ্ধানুষ্ঠানে না যেতে চাওয়ায় মা বকুনি দেন তাঁর কিশোরী মেয়ে দীপাকে। বাড়িতে থেকে রান্নাবান্না করতে বলে গিয়ে মা চলে যান পাড়ার এক শ্রাদ্ধবাড়িতে। মা বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার কিছুক্ষন পরেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। মৃতা কিশোরীর এক আত্মীয় জানিয়েছেন, মায়ের সাথে শ্রাদ্ধবাড়ি যাওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল কিশোরীর। তাঁর মা বাড়ি থেকে বের হয়ে যেতেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দীপা গড়া। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।