তিনদিন ধরে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে পড়ে থাকা বিহারের মধুবনীর বাসিন্দা যুবককে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ” মুক্তির কান্ডারী

0
787

রায়গঞ্জ:-তিনদিন ধরে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে পড়ে থাকা বিহারের মধুবনীর বাসিন্দা যুবককে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ” মুক্তির কান্ডারী “। প্রায় মাস দুয়েক আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে খুশী ভিনরাজ্যের বাসিন্দা ওই যুবকের বাবা মা ও পরিবার।

বিহার রাজ্যের দ্বারভাঙ্গা মধুবনী জেলার বাউবাড়ি থানার তিরুতা গ্রামের বাসিন্দা যুবক শ্যাম ঠাকুর ব্যাবসায় ক্ষতিগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। বহু জায়গায় খোঁজ করেও তার কোনও হদিশ পাননি বাবা হেমন্ত কুমার ও মা কপেলশ্বরী দেবী। ছেলেকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তাঁরা। এদিকে গত তিনদিন ধরে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কোনও কিছু জিজ্ঞাসা করলেও কোনও উত্তর মেলেনি তার কাছ থেকে। কোনও খাবার দিলেও কিছু মুখে তোলেনি সে। এই ঘটনার খবর পেয়ে এগিয়ে আসে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ” মুক্তির কান্ডারী “। মুক্তির কান্ডারীর কর্নধার কৌশিক ভট্টাচার্য বাসস্ট্যান্ডে থাকে বিহার রাজ্যের মুটে কুলিদের নিয়ে এসে ওই যুবকের সাথে কথা বলানোর চেষ্টা করলে ওই যুবক বিহারের কুলিদের সাথে তাদের ভাষায় কথা বলে। জানা যায় ওই যুবকের নাম শ্যাম ঠাকুর। সে হরিয়ানা থেকে কোনও এক লড়িতে চেপে এখানে এসেছে। তাঁর বাড়ি বিহার রাজ্যের দ্বারভাঙ্গা জেলার তিরুতা গ্রামে। এরপর শ্যাম ঠাকুরের কাছ থেকে তার আত্মীয়ের ফোন নাম্বার সংগ্রহ করে তাঁদের সাথে যোগাযোগ করা হয়। রবিবার বিহারের দ্বারভাঙ্গা থেকে উদ্ধার হওয়া যুবকের মামা হেমন্ত কুমার ও মা কপেলশ্বরী দেবী রায়গঞ্জে আসেন। তাদের হাতে শ্যাম ঠাকুরকে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কান্ডারীর কর্নধার কৌশিক ভট্টাচার্য। নিজেদের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে খুশী শ্যাম ঠাকুরের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here