চাঁচল:– করোনা আবহে আজ থেকে শুরু হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের পাশাপাশি চাঁচল কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা।বাড়িতে বসেই ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা দিলেন চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা।
মূলত “অনলাইন ওপেন বুক এক্সামিনেশন” এই পদ্ধতিতেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বিশ্ববিদ্যালয় নির্দেশ মত ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই পরীক্ষা দিলেন। পরীক্ষা শুরুর কিছু খুন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হই। সেই প্রশ্নপত্র দেখে ওপেন বুক পদ্ধতিতে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই বই খোলা পরীক্ষা দিলেন।এই দিন চাঁচলকলেজের অন্যান্য বিভাগের পাশাপাশি বাংলা, সাংস্কৃতক বিভাগের ছাত্র ছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দেন। জীবনে প্রথমবার এইরকম অভিনব পরীক্ষা দিয়ে খুশি ছাত্রছাত্রীরা।আজ নির্দিষ্ট সময়ের মধ্যে ইমেইল মারফত উত্তরপত্র ছাত্রছাত্রীরা পাঠিয়ে দেবেন কলেজ। উত্তরপত্র অধ্যাপক-অধ্যাপিকারা মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়ের কাছে নম্বর জমা দেবেন।