আলিপুরদুয়ার :হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যাক্তির। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের মারাখাতা এলাকায় । এদিন ভোর বেলা পশ্চিম চেংমারির বাসিন্দা অমিত টোপ্পো কে মারাখাতা এলাকায় সড়কের ধারে একটি বুনো হাতি আক্রমণ চলায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় অমিত টোপ্পোর। সোমবার সকলে অমিত টোপ্পো মৃতদেহ মারাখাতা এলাকায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বনদপ্তর ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেয় । ঘটনাস্থলে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ পৌছায় এবং পরবর্তীতে বনকর্মীরা পৌছায় কিন্ত বনদপ্তরের রেঞ্জ অফিসার ঘটনাস্থলে না পৌছানোর দরুন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায় এবং তারা মৃতদেহকে সড়কে রেখে বিক্ষোভ দেখায় ও বনদপ্তরের গাড়ি ভাঙচুর করে পরবর্তীতে সাউথ রাযডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শুভায়ু সাহা ঘটনাস্থলে পৌছায় এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।