শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর ,১১অক্টোবর:—- ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এক দম্পতি।রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর বাসিন্দা পেশায় শিক্ষক অমিত ঘোষ এর একমাত্র ছেলে অচিত এর পঞ্চম তম জন্মদিন উপলক্ষে মিলোনি ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন ওই দম্পতি। অচিতের জন্মদিন উপলক্ষে ওই রক্তদান শিবিরে প্রায় ৩০জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।ছেলের জন্মদিন ভিন্ন ভাবে পালন করায় ওই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শহরবাসী ।
![](http://www.starsambad.com/wp-content/uploads/2020/10/vlcsnap-2020-10-11-17h39m37s804.png)
জন্মদিন পালন মেনেই সচরচর দেখা যায় আনন্দ ফুর্তি ও ভুরি ভোজ ।কিন্তু গঙ্গারামপুর এর বাসিন্দা পেশায় শিক্ষক অমিত বাবুর একমাত্র ছেলে অচিতের পঞ্চম তম জন্মদিন পালন টা দেখা গেলো একটু ভিন্ন ভাবে।বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে রক্ত সংকট মেটাতে রবিবার গঙ্গারামপুর এর মিলোনি ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন ।যে রক্ত দান শিবিরে অচিতের বাবা অমিত ঘোষ ও মা পারমিতা রায় প্রথমে রক্তদান করে অনুষ্ঠানের সূচনা করেন।এরপর একে একে প্রায় ৩০জনের মতো মানুষ এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত দান কারীদের হাতে অচিতের পরিবারের তরফে একটি করে ট্রফি তুলে দেওয়া হয়।
এবিষয়ে অচিতের বাবা পেশায় শিক্ষক অমিত ঘোষ জানিয়েছেন,বর্তমান পরিস্থিতিতে উপর নজর রেখে ছেলের জন্মদিন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পালন করলাম।