উত্তর দিনাজপুর:—-নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এল ফেরিওয়ালা।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সুদানী নদীতে।স্থানীয় মানুষ নদী থেকে নিথর দেহ উদ্ধার করে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে।দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলার থানার পুলিশ।
জানা গেছে,বিহারের বাসিন্দা লক্ষ্মন মহলদারলখোলা কলেজ মোড়ে থেকে ফেরিওয়ালার কাজ করতেন।আজ সকালে লক্ষ্মন মন্ডল সুদানী নদীতে স্নান করতে যান।সেই আচমকাই সে জলে তলিয়ে যায়।নদীর পাড়ের মানুষ তাকে দেখতে পেয়ে তল্লাশীর কাজে হাত লাগায়। দীর্ঘক্ষন তার খোঁজ না মেলায় বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয়। বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয় মানুষ তার নিথর দেহ উদ্ধার করে। করনদিঘি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ডালখোলা পুলিশীর অধীনে হওয়ায় ডালখোলা পুলিশ দেহটি করনদিঘি থেকে ডালখোলায় নিয়ে আসে।ডালখোলা পুলিশ জানিয়েছেন, মৃত ব্যাক্তি দীর্ঘদিন ডালখোলাতেই থাকতেন। তার বাড়ির ঠিকানা খোঁজ করা হচ্ছে। পুলিশী তদন্ত শুরু হয়েছে।