পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩অক্টোবর— বালুরঘাটের একে. গোপালন কলোনি এলাকায় অবস্থিত আত্রেয়ী খাঁড়িতে বাঁধ নির্মাণ সহ তিন দফা দাবিতে বালুরঘাট পুরসভায় ডেপুটেশন দিলো টাউন বিজেপি। মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার সামনে একটি মঞ্চ করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। যে বিক্ষোভ কর্মসুচীতে অংশ নেন জেলা সভাপতি বিনয় বর্মন, টাউন সভাপতি সুমন বর্মন সহ অনান্য নেতৃত্বরা। এদিন শহরজুড়ে একটি মিছিল করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতৃত্বরা। দীর্ঘদিন পর এই শহরের বাড়িতে বাড়িতে পানীয় জল সরবরাহ না হওয়া নিয়েও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দেয় বিক্ষোভকারীরা।
বিজেপির শহর মন্ডল সভাপতি সুমন বর্মন জানান, প্রতিবছর বৃষ্টির ফলে শহরের একে গোপালন কলোনী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ফলে একে গোপালন কলোনীতে একটি বাধের প্রয়োজন রয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থার উন্নতির দাবী নিয়ে পৌর প্রশাসক মহকুমা শাসককে জানিয়েও কোন ফল না হওয়ায় আজ এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীতে শহরবাসীর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
Home বাংলা উত্তর বাংলা বালুরঘাটের একে গোপালন কলোনিতে বাঁধের দাবিতে রাস্তায় নামলো বিজেপি, পুরপ্রশাসনকে ডেপুটেশন...