বিএসএনএল দপ্তরে তালা ঝুলিয়ে আন্দোলনে বসলেনওই সংস্থার আলিপুরদুয়ারের ঠিকা কর্মীগণ

0
580

আলিপুরদুয়ারঃ এক বছর ধরে বেতন না পেয়ে এই উৎসবের মরসুমে অন্য কোন উপায় না দেখে বিএসএনএল দপ্তরে তালা ঝুলিয়ে আন্দোলনে বসলেনওই সংস্থার আলিপুরদুয়ারের ঠিকা কর্মীগণ । ইপিএফ ও ই এস আই এর দাবিও উঠছে এই আন্দোলন স্থল থেকে। গতকাল থেকে তাদের এই আন্দোলন শুরু হয়েছে যতদিন না পর্যন্ত তাদের দাবি-দাওয়া মানা হচ্ছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে গ্রাহক পরিষেবা বর্তমানে স্কুল-কলেজ বন্ধ থাকায় ও বিভিন্ন অফিস সম্পূর্ণভাবে না খোলায় ছাত্র-ছাত্রীদের যেমন বাড়ি থেকেই ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করতে হচ্ছে, তেমন অনেককেই ওয়ার্ক ফ্রম হোম এই পদ্ধতিতে কাজ করতে হচ্ছে। সেখানে এই অবস্থাতে বিএসএনএলের এই কর্মীদের আন্দোলন অবস্থান গ্রাহক পরিষেবা বিঘ্ন ঘটবে বলে মনে করছেন আন্দোলনকারীরা ও আধিকারিকরা। কিন্তু আন্দোলনকারীরা বলেন তারা নিরুপায় হয়েই উৎসবের মরসুমে আন্দোলনে বসতে বাধ্য হয়েছেন কারণ বিগত এক বছর ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না পুরো মাস কাজ করলেও তাদের শুধু মাত্র 13 দিনের বেতন দেওয়া হবে এমনটাই জানিয়েছেন ঠিকাদার সংস্থা এই পরিস্থিতিতে এছাড়া অন্য আর কোন উপায় না পেয়ে আন্দোলন শুরু করেছে তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here