নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ অক্টোবর—বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে কর্মী সম্মেলনের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সংগঠনকে মজবুত করতে পদের আশা ছেড়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন জেলা সভাপতি। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহনীর মুরালীপুর সানাউল্লাহ হাইস্কুলে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা, করোনার মধ্যে ঝাপিয়ে পড়ে কাজ করা সহ নানাদিক তুলে ধরে আগামীতে সকলকে ঝাঁপিয়ে পড়ে কাজ করার আহ্বান জানানো হয় এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে।
ব্লক কমিটি গঠন না হওয়া নিয়ে নেতৃত্বদের অসন্তোষ থাকলেও আসন্ন ২০২১এর নির্বাচনে বালুরঘাট বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা দেন দলের জেলা সভাপতি গৌতম দাস।
Home বাংলা উত্তর বাংলা তৃণমূলের কর্মী সম্মেলনে নেতৃত্বদের কড়া বার্তা জেলা সভাপতির, পদের আশা ছেড়ে কাজ...