আলিপুরদুয়ারঃ বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায় । কালচিনি ব্লকের সাঁতালি মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা সুজেন কার্জী গতকাল উত্তর মেন্দাবাড়িতে স্থিত এক আত্মীয় সাথে দেখা করে ঘরে ফেরার পথে রাতে উত্তর মেন্দাবাড়ি গীর্জার সামনে মুখোমুখি হয় বুনহাতির এবং হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয় । শনিবার সকালে এলাকার বাসিন্দারা লক্ষ্য করে সুজেন কার্জীর মৃতদেহ পড়ে আছে গ্ৰামের গলিতে। খবর দেওয়া হয় বনদপ্তরের মেন্দাবাড়ি বীটে ও কালচিনি থানায়। ঘটনাস্থলে বনদপ্তরের মেন্দাবাড়ি বীটের বনকর্মীরা ও কালচিনি থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে