2014 সালে জলপাইগুড়ি জেলা কে ভাগ করে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়।এখনো পর্যন্ত তৈরি হলো না জেলা আদালত

0
556

আলিপুরদুয়ার :— 2014 সালে জলপাইগুড়ি জেলা কে ভাগ করে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়। জেলা তৈরি হওয়ার পর জেলাশাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তরসহ অন্যান্য অনেক দপ্তর এই জেলাতে তৈরি হলেও এখনো পর্যন্ত তৈরি হলো না জেলা আদালত।এই নিয়ে ক্ষোভ জমেছে আইনজিবি সহ আলিপুর দুয়ার বাসীর মনে। জেলা আদালত তৈরি করার জন্য পুরনো মহকুমা শাসকের দপ্তর কে প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় নতুন করে। এবং কয়েক বার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষক দল দফায় দফায় অস্থায়ী পরিকাঠামো পর্যবেক্ষণ করে গেছেন এবং তারা সন্তুষ্টি প্রকাশ করে গেছেন। কিন্তু তারপরও আটকে আছে জেলা আদালতের কাজ। যে কারণে ক্ষোভ জমছে আলিপুর দুয়ার বাসীর মনে। আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সেক্রেটারি Suhrid majumder জানান বারবার হাইকোর্টের প্রতিনিধি দল এসে অস্থায়ী পরিকাঠামো দেখে গেছেন এবং একেক সময়ে একেক মন্তব্য করেছেন। আমরা চাই অতি শীঘ্রই চালু হোক জেলা আদালত, না হলে আগামী দিনে দলমত নির্বিশেষে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো। সম্প্রতি আলিপুরদুয়ার সফরে এসে আইনমন্ত্রী মলয় ঘটক বললেন পরিকাঠামো আমরা তৈরি করে দিয়েছি এখন হাইকোর্টের উপরে নির্ভর করবে কবে শুরু হবে জেলা আদালত। এখন দেখার জট কাটিয়ে কবে পথ চলতে শুরু করে আলিপুরদুয়ার জেলা আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here