মালদা, সব্যসাচী মন্ডল:– খেলতে গিয়ে বিদ্যুৎ সংযোগ হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায় জুড়ে। ঘটনাটি ঘটেছে মালদা জেলা গাজোল ব্লকের ময়না এলাকার নয়াপাড়া গ্রামে। পরিবার সূত্রের খবর মৃত ওই কিশোরের নাম রঞ্জন রায় (১৩)। জানা যায় একটি টিনের ঘরে সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করছিল ওই কিশোর। বিদ্যুতের তার লীক থাকায় টিনের ঘরের সাথে সংযোগ হয়, বিদ্যুৎ সংযোগ হয়ে যায় পুরো ঘরে। খেলতে গিয়ে কোনভাবে সেই টিনের সাথে ছোয়া লাগতেই বিদ্যুৎপিষ্ট হয়ে যায় ওই কিশোর। এরপর তড়িঘড়ি পরিবারের লোকেরা বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুতের সংযোগ। বিদ্যুৎপৃষ্ঠ ওই কিশোরকে নিয়ে আসা হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।