মালদা, সব্যসাচী মন্ডল:- তিন দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির ঘর থেকে পচা গলা দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি মালদা জেলা গাজোল ব্লকের। গাজোলের কুন্ডু পাড়া এলাকায় ঘর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর গত কাল রাত থেকে এলাকায় পচা গন্ধ বেরোচ্ছিল।তারপর এলাকাবাসীরা জানতে পারে একটি ঘর থেকে পচা গন্ধ বেরিয়ে আসছে। জানলা খুলে দেখা যায় ঝুলন্ত মৃতদেহ ঘরের ভেতরে। মৃতদেহটি পৌঁছে গেছে। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ওই ব্যক্তির নাম শোভন কুন্ডু (৩৫)। ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতো।দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম সঙ্গে যুক্ত ছিল ।তার পরিবারের লোকজন তাকে ছেড়ে চলে গেছে।পরিবার সূত্রে খবর মানসিক অবসাদে আত্মঘাতী হয় ওই যুবক। গত শুক্রবার থেকে তাকে আর বাইরে দেখা যাচ্ছিল না। আজ তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।