কোচবিহার:—-দ্বিতীয় শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মধ্য কালা রায়ের কুঠি এলাকায় । অভিযুক্ত জিয়ারুল সৈয়দ (৩৫) গ্রেপ্তার করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ! অভিযুক্তকে সোমবার কোচবিহার জেলা আদালতে তোলা হয়েছিল। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
পুন্ডিবাড়ী থানা সূত্রে জানা গিয়েছে, গত তিন তারিখ খেলার সময় ওই অভিযুক্ত নাবালিকাকে তার ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । যদিও নাবালিকা প্রথমে বাড়িতে কিছু না বললেও । পরবর্তীকালে তার শারীরিক অবস্থা অবনতি হলে ওই নাবালিকা তার মাকে সমস্ত ঘটনা জানায় । পরে ঘটনা জানাজানি হতেই অভিযুক্তর পরিবারের পক্ষ থেকে নাবালিকার পরিবারকে ঘটনাটি মিটিয়ে নেবার চাপ দেওয়া হয় ।যদিও পরবর্তীতে বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নাবালিকার পরিবার পুন্ডিবাড়ি থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর পুন্ডিবাড়ী থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সোমবার সকালে গ্রেফতার করে। সোমবারই তাকে আদালতে তোলা হয় এরপরেই বিচারপতি 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ওই পরিবারের সাথে দেখা করতে গিয়েছিল বিজেপি মহিলা মোর্চা সদস্যরা । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে পুন্ডিবাড়ি এলাকায় । যদিও বিষয় পুন্ডিবাড়ী থানা তদন্তের মধ্যে রয়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দ্বিতীয় শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে...