বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল তৈরিতে জেলায় আসছেন কৈলাশ বিজয় বর্গীয়

0
574

বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল তৈরিতে জেলায় আসছেন কৈলাশ বিজয় বর্গীয়, দক্ষিণ দিনাজপুরের ৬ আসনই জয়ের লক্ষ্য 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ জানুয়ারী— বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ৬ আসন দখলে মরিয়া গেরুয়া শিবির। ভোটের আগে কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ও সংগঠনের রনকুশলী ঠিক করতে জেলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়। রাজ্য নেতা সায়ন্তন বসুকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সাথে একাধিক বৈঠক করে ঠিক করবেন দলীয় রণকৌশলও।
  জানা গেছে আজ (রবিবার) সকাল দশটায় মালদা থেকে বালুরঘাটে পৌঁছাবেন বিজেপির ওই কেন্দ্রীয় নেতা। যেখানে জেলা কার্যালয়ে সাংসদ ও জেলা নেতৃত্বদের উপস্থিতিতে সকল নেতাকর্মীদের নিয়ে বৈঠক সারবেন তিনি। নির্বাচনী জনপ্রতিনিধিদের সাথে আলাদা বৈঠকের পর সারবেন দলীয় নেতৃত্বদের সাথে আলাদা বৈঠকও। যেখানেই নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তর আলোচনার পর দুপুর একটায় বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে একটি পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে কৈলাশ বিজয় বর্গীয়র। 

   বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করতেই জেলায় আসছেন কৈলাশ বিজয় বর্গী। নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত বিষয়ই থাকছে এই বৈঠকের মুল বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here