করোনার নতুন স্ট্রেইন নিয়ে সজাগ আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর

0
412

আলিপুরদুয়ার :করোনার নতুন স্ট্রেইন নিয়ে সজাগ আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর।পর্যটকদের ট্রাভেল হিস্ট্রি জেনে নেবার জন‍্য আবেদন জানানো হল জেলার হোটেল,লজ,হোম স্টে মালিক ও ট্যুর অপারেটরদের কাছে।
সম্প্রতী রাজাভাতখাওয়াতে বেড়াতে আসা ব্রিটেন ফেরত পর্যটকের একটি দলের টেস্ট করেছিল জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।যদিও তাদের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফেরে স্বাস্থ্য দপ্তরের অন্দরে।কলকাতার যে যুবকের শরীরে করোনার নতুন স্ট্রেইন মিলেছিল,তার সহযাত্রী ছিলেন রাজভাতখাওয়াতে বেড়াতে আসা পর্যটকরা ।যা ভাবিয়ে তুলেছিল সকলকে।এখন থেকে বাইরের কোনো পর্যটক জেলার পর্যটনকেন্দ্রগুলিতে বেড়াতে এলে তাদের ট্রাভেল হিস্ট্রি জেনে নেওয়ার অনুরোধ পর্যটন ব‍্যবসা সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে রেখেছেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা। বিশেষ করে যদি কোনো পর্যটকরা সম্প্রতি ইউনাইটেড কিংডম ভ্রমণ করে থাকে তাহলে তার কোভিড পরীক্ষা হয়েছে কিনা সেটা জানতে হবে পর্যটন ব‍্যবসায়ীদের, না হয়ে থাকলে তার স্যাম্পেল টেস্ট করানো হবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।এরপর তার রিপোর্ট পজেটিভ এলে ধাপে ধাপে চিকিৎসা এগিয়ে চলবে । আলিপুরদুয়ার জেলা মুখ‍্য স্ব‍্যস্থ আধিকারিক গিরিশ চন্দ্র বেরা জানান সমস্ত হোটেল ,রিসোর্ট মালিকদের জানিয়েছি কোনো পর্যটক বেড়াতে এলে তারা সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছে কিনা বিশেষ করে ইউনাইটেড কিংডম গিয়েছে কিনা জেনে নেবেন ।কেউ এলে তাদের আমরা স্ব‍্যাস্থ দপ্তর থেকে কোভিড পরীক্ষা করা করা হবে, আর তারা যদি আগেই পরীক্ষা করে থাকে তাহলে ভালো।
অন্যদিকে ট্যুর অপারেটর অভীক গুপ্ত জানান তারা সবরকম স্বাস্থ্যবিধি আগে থেকেই মেনে চলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here