তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বর্ষবরন ও প্রতিষ্ঠা দিবসের উৎসবের মঞ্চে তৃণমূল নেতার হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার ছবি স‍্যোসাল মিডিয়াতে ভাইরাল

0
493

আলিপুরদুয়ার ঃ ১ লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বর্ষবরন ও প্রতিষ্ঠা দিবসের উৎসবের মঞ্চে তৃণমূল নেতার হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার ছবি স‍্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এমনকি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নৃত্যরত তৃণমূল নেতার মাথার গুতোয় মঞ্চ থেকে পড়ে গিয়েছেন গলা ছেড়ে গান করা গায়কও। আলিপুরদুয়ারের জয়গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই অনুষ্ঠানে নৃত্যরত তৃণমূল নেতার নাম রামে থাপা । কিন্তু এই ভিডিও নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি বিপ্লব দাস তৃণমূল কে কটাক্ষ করে বলেন ,এটাই তৃণমূলের সংস্কৃতি। এতে অবাক হবার কিছু নেই। তৃণমূলের মঞ্চে এর থেকে অশ্লীল নৃত্যের ভিডিও আমরা এর আগে অনেকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হতে দেখেছি ।আলিপুরদুয়ারের সংস্কৃতিকে তৃণমূল কুলুষিত করেছে।
এই বিষয়ে তৃণমূলের জেলা কো অর্ডিনেটর পাসাং লামা জানান যিনি নৃত্য করছিল উনি আমাদের বুথ স্তরের নেতা উনি ৬১ বর্ষীয় উনি কোনোদিন নেশাগ্ৰস্থ হননি সেদিন ও ছিলেননা । প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উৎসাহের সহিত মঞ্চে উঠেছিলেন এবং নৃত্য করতে গিয়ে আচমকা দুর্ঘটনা উনি হুমড়িয়ে পড়েছে ।কিন্ত এই ছোটো ঘটনাকে বিজেপি বড় করছে । আসলে মমতা ব‍্যানার্জি ও তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে বলার কিছু নেই বিজেপির তাই বিজেপির জেলা নেতৃত্বরা এখন তৃণমূলের বুথ স্তরের নেতাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here