পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৫ ফেব্রুয়ারী –––– খোদ বিডিও অফিসের সিল জাল করে গোপনে একাধিক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ তৃণমূল পরিচালিত হিলি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে । দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার প্রতিবাদে বিডিওর কাছে গণ অভিযোগ দায়ের হিলির ঠিকাদারদের । টেন্ডার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে অতিদ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন হিলির বিডিও ।
জানাগেছে, সম্প্রতি হিলি গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি, টিউব ওয়েল বসানো, বেশকিছু জিনিসপত্র কেনা সহ চারটি কাজের টেন্ডার করা হয় । কিন্তু কোথাও বিজ্ঞাপন না দিয়ে সম্পূর্ন গোপনে নিয়ম বহির্ভুতভাবে ওই কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ । শুধু তাই নয়, খোদ বিডিও অফিসের সিলও জাল করা হয়েছে বলেও অভিযোগ । যে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে জেলার সীমান্ত শহরে। শাসক দলের দ্বারা পরিচালিত পঞ্চায়েতে এমন লাগামছাড়া দুর্নীতি সামনে আসতেই আলোড়ন পড়েছে গোটা জেলাতেই। অভিযোগ, ওই পঞ্চায়েতের চেয়ারে বসে থাকা কোন নেতার ঘনিষ্ঠ লোককে ঠিকাদারির ক্রেডেনশিয়াল বাড়াতেই এমন গোপন টেন্ডার প্রক্রিয়া ওই পঞ্চায়েতের । বিষয়টি নিয়ে ঠিকাদারদের কাছ থেকে গন লিখিত অভিযোগ পাবার পরেই ওইসব কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিডিও সৌমেন বিশ্বাস ।
সৌমেনবাবু জানিয়েছেন, তাঁর কাছে গন অভিযোগ জমা পড়েছে । তিনি তদন্ত করে দেখবেন । সীল নকল করার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া না গেলেও সেটারও তদন্ত শুরু করা হয়েছে। আপাতত কাজ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে । অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
হিলি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আশুতোষ সাহা জানিয়েছেন, এমন কোন অভিযোগ ঠিক নয় । টেন্ডার ড্রপ হয়নি বলে কাজ বাতিল করা হয়েছে । ওই সময় তিনি বাইরে থাকায় এই বিষয়ে বেশি কিছু মন্তব্য করতে পারবেন না ।
ঠিকাদার জয়ন্ত সরকার জানিয়েছেন, পঞ্চায়েত থেকে সোলার লাইট, টিউব ওয়েল, সিসি রোড সহ বেশকিছু কাজ বেড়িয়েছিল । যেগুলি সম্পুর্নভাবে বেআইনি ভাবে করা হয়েছে । বিডিও অফিসের সিল জাল করা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ওই ঠিকাদার ।