শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৭ ই ফেব্রুয়ারি,দক্ষিন দিনাজপুর:-বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে শক্তিশালী করতে অঞ্চল ভিত্তিক কর্মী সন্মেলনের আয়োজন করেন রবিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৫নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের তরফে। অঞ্চল নেতৃত্বদের পাশাপাশি নিচু তোলার কর্মীদের দলের কাজ করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না? তাদের সমস্ত ধরনের অভিযোগ শুনে তার ব্যবস্থা করার আশ্বাস দেন জেলা নেতৃত্ব রা।যেখানে জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র,জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিগ্য,সহ জেলার প্রথম সারির নেতৃত্ব রা উপস্থিত ছিলেন।
এ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে আর মাত্র হাতে গোনা কয়েকদিন।এরই মধ্যে সমস্ত দলের রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে।শাসকদলের তরফে একাধিক কর্মসূচি শুরু করা হয়েছে।সেই মোতাবেক দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্ব রাজ্যের নির্দেশে অঞ্চল ভিত্তিক কর্মী সন্মেলন শুরু হয়েছে জেলার বিভিন্ন অঞ্চল গুলিতে।রবিবার গঙ্গারামপুর ব্লকের ৫নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের তরফে কালদিঘি এলাকায় অঞ্চল সম্মেলন করা হয়।যে সম্মেলনে নিচু তোলার কর্মীদের পাশাপাশি অঞ্চল নেতৃত্ব দের দলীয় কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা সন্মুখীন হতে হচ্ছে কি না!পাশাপাশি কর্মীদের অভাব অভিযোগ গুলি শোনার জেলা নেতৃত্ব রা।এদিনের অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র, জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা তিগ্য,জেলা তৃণমূলের সহ সম্পাদক আনন্দ দাস,আনোয়ার হোসেন,গঙ্গারামপুর ব্লকের সভাপতি মৃণাল সরকার,সহ জেলার প্রথম সারির নেতৃত্ব রা।
Home বাংলা উত্তর বাংলা বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে শক্তিশালী করতে অঞ্চল ভিত্তিক কর্মী সন্মেলনের আয়োজন...