শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৭ ই ফেব্রুয়ারি,দক্ষিন দিনাজপুর:-সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের সুবিধা তুলে ধরার পাশাপাশি বর্তমান সময় পযন্ত সেই প্রকল্পের পরিষেবার পুরো খতিয়ান তুলে ধরেন চোখের আলো প্রকল্পের উত্তরবঙ্গ দায়িত্বপ্রাপ্ত ডাঃ সুশান্ত রায়।রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি টুরিস্ট লজে সাংবাদিক সম্মেলনটি করা হয়।যেখানে চোখের আলো প্রকল্পের উত্তরবঙ্গ দায়িত্বপ্রাপ্ত ডাঃ সুশান্ত রায় ছাড়াও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার রায় সহ অন্যান্য ডাক্তারেরা উপস্থিত ছিলেন।
রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের কথা মাথায় রেখে চোখের আলো প্রকল্প চালু করা হয়েছে।যে প্রকল্পটি রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।অঞ্চল স্তরের মানুষেরা পযন্ত এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানা গিয়েছে।সুবিধা নিয়ে আসা মানুষেরা বিনা মূল্যে চোখের চিকিৎসা সঙ্গে চশমার সুবিধা পাচ্ছেন বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে।রবিবার বিকালে সাংবাদিক সম্মেলন করে চোখের আলো প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানান চোখের আলো প্রকল্পের উত্তরবঙ্গ দায়িত্বপ্রাপ্ত ডাঃ সুশান্ত রায় । এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার রায়।
Home বাংলা উত্তর বাংলা -সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের সুবিধা তুলে ধরার পাশাপাশি...