কোচবিহার:-কোচবিহার থেকে আগামী 11 তারিখ পরিবর্তন যাত্রার শুভ সূচনা করতে যাচ্ছেন অমিত শাহ ।তা নিয়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ।এদিন কোচবিহার জেলার বিভিন্ন স্থানে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সাইকেল রেলি মধ্য দিয়ে অমিত শাহ সভায় বেশি সংখ্যক মানুষের যোগদান নিয়ে প্রচার চালানো হয় বিজেপির পক্ষ । কুচবিহার শহরে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সাইকেল রেলি বের করা হয় । এছাড়া এদিন নাটাবাড়ি বিধানসভার মারুগঞ্জ থেকে চিলাখানা পর্যন্ত সাইকেল রালি আয়োজন করে বিজেপি যুব মোর্চা । এই সাইকেল রেলি তে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র নাথ বোস। তিনি মারুগঞ্জ থেকে চিলাখানা পর্যন্ত সাইকেল চালিয়ে যান ।কর্মীদের উৎসাহিত করতে তিনি সাইকেল রেলিতে অংশগ্রহণ করেন ।