কোচবিহার:-কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা পূর্ব অঞ্চলে নিজের ছেলেকে গলা কেটে মেরে ফেলে থানায় এসে আত্মসমর্পণ করল মা ও বাবা। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ছেলের নাম জয়ন্ত কুমার সরকার (৪৫)।ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বাবা তপন সরকার,মা ছায়া রানী সরকার ,ভাই এবং ভাই বউ মনিকা সরকারকে গ্রেপ্তার করেছেন। আজ তাদের আদালতে তোলা হবে । দেহটিকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে তবে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে খুন ।
Home বাংলা উত্তর বাংলা -কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা পূর্ব অঞ্চলে নিজের ছেলেকে গলা কেটে মেরে...