শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর, ৮ ই ফেব্রুয়ারি, দক্ষিণ দিনাজপুর:-মামলার নিষ্পত্তি চেয়ে উকিল বাবুর সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়লেন অভিযোগকারিণী বলে অভিযোগ উঠেছে। চলল দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। ঘটনার প্রতিবাদ জানিয়ে আদালতের সামনে রাজ্য সড়কের রাস্তার উপরে বসে পড়ে পথ অবরোধ করলেন ওই অভিযোগকারিণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহাকুমা আদালতের সামনে। অভিযোগকারিণীর দাবি, ৩ বছর পার হবার পরেও উকিল বাবু কোন সমস্যার সমাধান না করায় তিনি এমনটা করতে বাধ্য হয়েছেন। যদিও উকিলবাবু জানিয়েছেন, তার জন্য তিনি সব ধরনের চেষ্টা করেছেন। ভুল বুঝাইতে নিয়ে এমনটা করেছেন। বহু সময় পড়ে বংশীহারী থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সেখানে।
গঙ্গারামপুর পৌরসভার সুভাষপল্লী এলাকার বাসিন্দা ওই অভিযোগকারিণীর নাম মৌ দাস। ৩ বছর আগে মৌ দাস এর সঙ্গে মালদা জেলার গাজল এলাকার বাসিন্দা সুদেব দাসের বিয়ে হয়।বর্তমানে সুদেব দাস নদীয়া জেলার চাকদা এলাকাতেই থাকেন বলে সূত্রে জানা গিয়েছে।এর সঙ্গে আরও দু’টি মামলা দুইপক্ষের মধ্যে চলছে বলে খবর।সন্ধ্যার সেই মামলার বিষয়ে কথা বলতে গিয়ে অভিযোগকারিনী তার মামলাগুলি তদারকির জন্য দায়িত্বে রাখা গঙ্গারামপুর থানার ইন্দ্র নারায়নপুর এলাকার বাসিন্দা তথা গঙ্গারামপুর মহাকুমার আদালতের উকিল বাবু রঞ্জিত সাহার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বলে খবর। সেই সময় অভিযোগকারিণী মৌ দাস ও তার আত্মীয়-স্বজনরা উকিল বাবুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে সূত্রে জানা গিয়েছে।
এমনকি অভিযোগকারিণী মৌ দাস ও তার আত্মীয়-স্বজনরা মিলে মহাকুমা আদালতের সামনে বুনিয়াদপুর গঙ্গারামপুর রাজ্য সড়কে পথ অবরোধ শুরু করে। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেখানেই ওই অভিযোগকারিণী ও তার আত্মীয় স্বজনেরা রাস্তার উপরে বসে পড়ে উকিল বাবু রঞ্জিত সাহার নামে নানা ধরনের কথা বলতে থাকেন। এমন বিষয় চলার পরে বংশিহারি থানা থেকে বিরাট বাহিনী এসে অভিযোগকারিণীকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। অভিযোগকারিণী মৌ দাস থানার গাড়িতে যাবার সময় দুই হাত জোড় করে বলতে থাকেন, আমার আর কোনো উপায় ছিল না। তাই এমনটা করেছি।
গঙ্গারামপুর মহাকুমা আদালতের উকিল বাবু রঞ্জিত সাহা জানিয়েছেন, তার জন্য তিনি সব ধরনের চেষ্টা করেছেন, ভুল বুঝেই তিনি এমনটা করেছেন।
গঙ্গারামপুর মহাকুমা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রজত নারায়ন জানিয়েছেন এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সেখানে