গঙ্গারামপুর পুরসভার সাত নম্বার ওয়ার্ড এর বড় বাজারের মিত্র সংঘ ক্লাবের তরফ বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করলো ক্লাবের সম্পাদক সহ বাকি সদস্যরা

0
662

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ৭ মার্চ দক্ষিণ দিনাজপুর :-বিধানসভা নির্বাচনের  প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল প্রার্থীর সমর্থনে জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার করেছে মিত্র সংঘ নামে একটি ক্লাবের সদস্যরা ।রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৭,৮,১০,১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৭ নম্বর ওয়ার্ডের বড়বাজারের মিত্র সংঘ ক্লাবের পক্ষ থেকে গঙ্গারামপুর ৪১নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের  প্রার্থী গৌতম দাসের নামে শুরু করা হয়েছে জোর কদমে দেওয়াল লিখন।মিত্র সংঘ ক্লাবের  সম্পাদক জানিয়েছে,আমরা শাসক দলের সঙ্গে ছিলাম ,আর আগামী দিনেও থাকবো।আমাদের ক্লাবের সকলেই এমন প্রচার করে যাবে সব সময়।

    ৪১ নম্বর  গঙ্গারামপুর   বিধানসভা নির্বাচনের  প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস দল গঙ্গারামপুর এর বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাসকে।তার সমর্থনে রবিবার  গঙ্গারামপুর পৌরসভার ৭,৮,১০,১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাড়ি বাজারের  মিত্র সংঘের পক্ষ থেকে গঙ্গারামপুর ৪১নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের  প্রার্থী গৌতম দাসের নামে শুরু করা হয়েছে জোর কদমে দেওয়াল লিখন।

মিত্র সংঘ ক্লাব সূত্রে জানা গেছে, এই ক্লাবের তরফ  বিভিন্ন শ্যামা পূজার সময় শ্যামা পূজার সময় শ্যামাপূজা করে পুজো দর্শনার্থীদের কাছে পুজোর আনন্দ দিয়েছিল। শীতের মধ্যে গরীব মানুষজনের মধ্যে বস্ত্র দান করা, বিপদে আপদে গরিব মানুষ জনদের জন্য একাধিক সমাজ সেবা মূলক কাজ করে মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে ক্লাবের সম্পাদক বাবু চৌধুরী সহ বাকি সদস্যরা।সেখানে দেওয়াল লিখনের কাজে অংশগ্রহণ করে  মিত্র সংঘ ক্লাবের সম্পাদক বাবু চৌধুরী জানিয়েছেন, আমরা তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে বাংলায় সেই উন্নয়নের সঙ্গে রয়েছি।তাই তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীর সমর্থনে মিত্র সংঘ ক্লাবের তরফে বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার অভিযান চালানো হচ্ছে। যা আগামী দিনেও তাদের দলীয় প্রার্থীর সমর্থনে এমন প্রচার করা হবে।

মিত্র সংঘ ক্লাবের তরফ এদিনের দেওয়াল লিখনের ভিড় হয়েছিল ভালোই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here