বাম-কংগ্রেস ও বিজেপি এখনও তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকাই প্রকাশ করতে পারেনি কিন্তু রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস শুধু প্রার্থী তালিকা ঘোষনাই নয়, রীতিমতো প্রচারে নেমে পড়েছে রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। এদিন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন। ফলে ধারেভারে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস।
বড়দের পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ নেওয়া এবং সমবয়সীদের হাতে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেল হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মনকে। এদিন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর গ্রামপঞ্চায়েতের রুনিয়া, হালালপুর, জগদীশপুর গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। বাড়িতে ঢুকেই বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ নিলেন। প্রচার করলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা প্রদানের কথা। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন বলেন মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই মানুষ তাঁকে ভোট দেবেন। ভোটের প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। তিনি বলেন সাধারন মানুষ চাইছেন রাজ্যে তৃতীয় বারের জন্য মমতা বন্দোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। পাঁচটি গ্রামপঞ্চায়েত নিয়ে হেমতাবাদ বিধানসভা এবার আমরা জয়ী হয়ে মমতা বন্দোপাধ্যায়কে উপহার দেব বলে জানালেন তৃনমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন।