মালদা:-একদিকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্রে এদিন মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে প্রবল উচ্ছাসে ছড়িয়েছে। ঠিক সেই দিনেই নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ উঠল ওই শাসকদলের বিরুদ্ধে । মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে বিজেপি। শুধু শাসক দলের নেতার বিরুদ্ধে নয় ব্লক আধিকারিকের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা কিষান কেডিয়া। ঘটনা নিয়ে রাজনৈতিক শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রাস্তার কাজের শিলার নাচের অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা কিষান কেডিয়া।
জানা যায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সদলিচক গ্রাম পঞ্চায়েতের পুঠিয়া গ্রামে দীর্ঘদিনের বেহাল রাস্তা পঞ্চায়েত সমিতি থেকে ২৪ লক্ষ টাকা বরাদ্দ ৭০০ মিটার রাস্তা এদিন তার ফিতে কেটে শুভ শিলান্যাস করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি যুবেদা বিবির স্বামী আশরাফুল হক। আর এই শিলান্যাসের খবর ছড়িয়ে পড়তেই নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি নেতা তথা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সভাপতি কিষান কেডিয়া।
Home বাংলা উত্তর বাংলা একদিকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্রে এদিন মনোনয়নপত্র জমা...