জলে ডুবে মৃত্যু হল এক গর্ভবতী গৃহবধূর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বুদৈজ এলাকায়।

0
1119

শীতল চক্রবর্তী,তপন,১০ ই মার্চ,দক্ষিন দিনাজপুর:-জলে ডুবে মৃত্যু হল এক গর্ভবতী গৃহবধূর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বুদৈজ এলাকায়। ঘটনা নজরে আসতে শ্বশুরবাড়ির লোকজন সহ গ্রামবাসীরা জল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গর্ভবতী অবস্থায় ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই গর্ভবতী গৃহবধূর নাম সুলতা বর্মন (২১), প্রায় দুই বছর আগে তপন এলাকারই বাসিন্দা পলয় বর্মনের সঙ্গে বিয়ে হয়।
মৃতার পরিবার ও এলাকাবাসী সূত্রে খবর, বুধবার সকালে এলাকারই একটি জলাশয়ে জামা কাপড় পরিষ্কার করতে যাই ওই গৃহবধূ, এরপর দুর্ঘটনাবশত জলে পড়ে ডুবে গিয়ে মৃত্যু হয় বলে দাবি পরিবারের। ঘটনাটি পরিবারের লোকজনদের নজরে আসতে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে মৃত গৃহবধূর দুই আত্মীয় জানিয়েছেন, এমন ঘটনা শুনতে পেয়ে ছুটে এসে দেখে সে মারা গেছে।

এদিন ওই গর্ভবতী মহিলার জলে ডুবে মৃত্যুর ঘটনায় কিছু মানুষের মনে রহস্য দানা বেঁধেছি।এবং ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here