পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ মার্চ–––– নারীর ক্ষমতায়নকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় ৬৫ টি বুথে ভোট গ্রহন করা হবে শুধুমাত্র মহিলা পোলিং অফিসারদের নিয়ে । সেদিকে লক্ষ্য রেখেই বুধবার বালুরঘাট মহাবিদ্যালয়ে জেলার ৮০০ জন মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। কোভিড পরিস্থিতিতে নিশ্চিন্তে ভোটদান সম্পন্ন করতে একাধিক সচেতনতার বার্তা তুলে ধরে এদিন একটি সুদৃশ্য ট্যাবলোও উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে ।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় এবারে মোট ১৭৫৫ টি বুথ ভোট গ্রহণ করা হবে । যার মধ্যে ৬৫ টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে সম্পুর্ন মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত । আর এরই পরিপ্রেক্ষিতে মহিলা ভোট কর্মী যারা রয়েছেন তাদের সুবিধা-অসুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ভোট গ্রহণ কেন্দ্র সরজমিনে পর্যবেক্ষণ করবেন জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের আধিকারিকগন। প্রশাসনিকভাবে মহিলা দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে শহর এলাকায় অথবা শহর ঘেঁষা এলাকায় রাখার চেষ্টা চালানো হচ্ছে। প্রশিক্ষন নিতে আসা মহিলা ভোট কর্মীরা জানিয়েছেন, অত্যন্ত ভালো উদ্যোগ। তবে মহিলাদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে ।
জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, মহিলাদের দ্বারাই পরিচালিত হবে ৬৫ টি ভোট গ্রহণ কেন্দ্র। সেই উদ্দেশ্যেই এদিন থেকে মহিলা ভোট কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষন। তবে মহিলা ভোট গ্রহন কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি মহিলাদের যাবতীয় সুবিধারও ব্যবস্থা করা হচ্ছে।***