“মোদী, অমিত শাহ, নাড্ডা এখন ডেলি প্যাসেঞ্জারী করছেন, ডিজিকে সরিয়ে দিয়ে কি মিলিটারি দিয়ে নির্বাচন করবেন মোদি” বুধবার নিজের বিধানসভা কেন্দ্র গোয়ালপোখরে নির্বাচনী প্রচার শুরু করে এমনই মন্তব্য করেন বিদায়ী তৃনমুল বিধায়ক তথা প্রাক্তন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী।

0
589

দীপঙ্কর দে, ইসলামপুর ১০ মার্চ : “মোদী, অমিত শাহ, নাড্ডা এখন ডেলি প্যাসেঞ্জারী করছেন, ডিজিকে সরিয়ে দিয়ে কি মিলিটারি দিয়ে নির্বাচন করবেন মোদি” বুধবার নিজের বিধানসভা কেন্দ্র গোয়ালপোখরে নির্বাচনী প্রচার শুরু করে এমনই মন্তব্য করেন বিদায়ী তৃনমুল বিধায়ক তথা প্রাক্তন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও বিরোধীদের উদ্দেশ্যে রব্বানী বলেন, “এখানে কংগ্রেস কোনও লোক পাচ্ছে না তাই পুরোনো লোকদের দলে যোগদান করিয়ে মানুষের সামনে নতুন করে দেখাচ্ছে।২০১৯ লোকসভা ভোটে তৃনমুল প্রার্থীকে আমরা ৫০ হাজার লিড দিয়েছি, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রচার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আমি আজ থেকে প্রচার শুরু করলাম।” এদিন গোয়ালপোখরের ধরমপুর হাই স্কুলের মাঠ থেকে বিশাল মোটর বাইক মিছিল গোটা বিধানসভা কেন্দ্র পরিক্রমা করে। হুডখোলা গাড়িতে চেপে গোয়ালপোখরের মানুষের আশীর্বাদ গ্রহণ করেন একুশের বিধানসভা নির্বাচনের তৃনমুল প্রার্থী গোলাম রব্বানী। গোলাম রব্বানীর নেতৃত্বে বাইক মিছিলে ব্লক তৃনমুল সভাপতি গোলাম রসুল ওরফে মুনিদা, মহিলা তৃনমূলের জেলা সহ-সভাপতি পম্পা সরকার, মহিলা তৃনমূলের ব্লক সভাপতি অনিতা পাল সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here