নির্মল বাংলা এলাকায় একশো টাকায় পায়খানা ভাড়া নিয়ে শৌচকর্ম করছেন এক দরিদ্র পরিবার

0
574

নির্মল বাংলা এলাকায় একশো টাকায় পায়খানা ভাড়া নিয়ে শৌচকর্ম করছেন এক দরিদ্র পরিবার, আলোড়ন বালুরঘাট শহরে।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ মার্চ––––    মিশন নির্মল বাংলার সুবিধা না পেয়ে প্রতিবেশীর বাড়িতে শৌচালয় ভাড়া নিয়ে শৌচকর্ম করছেন এক মহিলা ও তার পরিবারকে । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকার ঘটনা । প্রতিমাসে শৌচকর্ম করতে  ১০০ টাকা করে ভাড়াও দিতে হচ্ছে ওই হতদরিদ্র পরিবারকে । এমন ঘটনাকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে গোটা  বালুরঘাট শহরে । 

জানা গেছে, শহরের নামাবঙ্গীর বাসিন্দা পেশায় দিনমজুর শ্রীপাল লাহা । তার স্ত্রী সুজাতা লাহা সহ এক কন্যা সন্তান এবং বাবা মা’কে নিয়েই সংসার । দীর্ঘ ১২ বছর ধরে এলাকায় বসবাস করলেও পৌরসভা কর্তৃপক্ষ তাদের বাড়িতে মিশন নির্মল বাংলার শৌচালয় নির্মান করেনি বলে অভিযোগ। নিজেদের অসুবিধার কথা তুলে ধরে একাধিক বার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন ফল হয়নি বলেও অভিযোগ । ফলে বাধ্য হয়ে দীর্ঘ দিন ধরেই প্রতিবেশীর ভাড়া শৌচালয় ব্যবহার করছেন অসহায় ওই পরিবার।  এমন ঘটনাকে নিন্দনীয় বলে দাবী করেছেন বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন । তিনি বলেন, পুরসভা শুধুমাত্র স্বজন পোষণ করেই তাদের সময় কাটিয়েছে । সাধারণ মানুষের সুবিধার কথা তাদের চোখেই পড়েনি । 
মহিলা সুজাতা লাহার অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বারবার আবেদন জানিয়েও পাননি একটি শৌচালয়। পুরসভা থেকে সার্ভের পরেও পাননি সেই সরকারি সুবিধা। প্রয়োজনের তাগিদে একপ্রকার বাধ্য হয়েই প্রতিবেশীর শৌচালয় মাসিক একশো টাকায় ভাড়া নিয়ে শৌচকর্ম করছেন।

পুরসভার মিশন নির্মল বাংলার আধিকারিক অনিন্দিতা ব্যানার্জ্জী জানিয়েছেন, এমন ঘটনার খবর তাদের জানা নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খোজ নিয়ে দেখা হচ্ছে ।

তৃণমূলের জেলা কো’অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, এমন ঘটনা সঠিক নয় । ভোটের আগে এসব ছবি তুলে বিজেপি সস্তার  প্রচার সারতে চাইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here