রায়গঞ্জ:-প্রার্থীর নাম ঘোষনা হয়েছে দিন সাতেক আগেই, দেওয়াল দখল করে দেওয়াল লিখনও শুরু হয়েছে কিন্তু দেওয়াল লিখনে নাম নেই তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের। দেওয়াল লিখনে ঘোষিত প্রার্থীর নাম না লেখা থাকায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে কি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল হবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জেলার রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের মনে। যদিও জেলা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, এমন কোনও ঘটনা নয়। অনেক জায়গাতেই দেওয়াল লিখনে প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের নাম লেখা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তৃনমূল কংগ্রেসের নামসহ দেওয়াল লিখনের কাজ শেষ হয়ে যাবে৷ এদিকে তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কারনেই দেওয়াল লিখনে প্রার্থীর নাম লেখা হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বিরোধী দল বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
গত ৫ মার্চ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের ২৯১ টি বিধানসভা আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করে দিয়েছেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। নাম ঘোষনার পরদিন থেকেই অন্যান্য বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থীরা প্রচার শুরু করে দিলেও আজও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দেখা মেলেনি প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের। শুধু প্রার্থীর দেখা পাওয়া যাচ্ছেনা তাই নয়, প্রার্থীর নামসহ দেওয়াল লিখনও চোখে পড়ছেনা। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে দেওয়াল লিখন হলেও আশ্চর্যজনক ভাবে প্রার্থীর নামের জায়গা টা ফাঁকাই রেখে দেওয়া হয়েছে। এনিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। দেওয়াল লিখন কার্যে যুক্ত পেইন্টার সন্তু মল্লিক জানিয়েছেন, আমাকে দেওয়াল লিখনে স্লোগান, প্রতীক চিহ্ন সবই লিখতে বলা হয়েছে কিন্তু প্রার্থীর নাম লিখতে বারণ করা হয়েছে। দলীয় এই নির্দেশের কি কারন তা তিনি বলতে পারবেন না। বিজেপি তৃনমূল কংগ্রেসের রায়গঞ্জের প্রার্থীর নাম দেওয়ালে না লেখার বিষয়ে দলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, তৃনমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষনা হয়েছে বহুদিন আগেই অথচ দেওয়াল লিখনে রায়গঞ্জ প্রার্থীর নামও যেমন নেই তেমনি আজ পর্যন্ত প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে রায়গঞ্জেও দেখা পাওয়া যায়নি। হয় তিনি এই কেন্দ্রে ভোটে দাঁড়াতে ইচ্ছুক নন, নয়তো রায়গঞ্জের তৃনমূল কংগ্রেস নেতা কর্মীরা তাঁকে প্রার্থী হিসেবে মানছেন না৷ যদিও উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন আমরা মানুষের হৃদয়ে থাকি দেওয়ালে থাকে বিরোধীরা। দেওয়াল লিখনে প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের নাম বহু জায়গায় লেখা হয়েছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত লিখে ফেলা হবে।