মালদা:- বাবা-মায়ের কাছে বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের ন্যাংরা শিমুল এলাকায়। পরিবার সূত্রে খবর কলেজ ছাত্রীর নাম সোনালী পান্ডে (২২) গাজোল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃতের জামাইবাবু বিজন বাওয়ালি জানান ঘরের মধ্যে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সোনালী। বাবা-মার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হয় সে। পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে গাজোল থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিয়ে আসা হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। আজ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
যদিও সূত্রের খবর ওই কন্যা আত্মঘাতী হওয়ার আগে একটি সুইসাইড নোট লিখে যায়। পরিবারের মা-বাবা ও দিদির প্রতি অভিমান সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয় ওই যুবতী।
Home বাংলা উত্তর বাংলা বাবা-মায়ের কাছে বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য...