কোচবিহার:-গতকাল রাত থেকে আবার উত্তপ্ত দিনহাটা ভেটাগুড়ি এলাকা । তৃণমূল কর্মীদের মারধর বাড়িঘর ভাঙচুর বোমাবাজি অভিযোগ বিজেপির বিরুদ্ধে । ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।দিনহাটা বিধানসভায় এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উদয়ন গুহ অন্যদিকে গত কালই দিনহাটা থেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ নিশীথ প্রামানিক কে । তারপর থেকেই গতকাল রাতে থেকে উত্তপ্ত রয়েছে দিনহাটা ভেটাগুড়ি এলাকা ।
তৃণমূলের অভিযোগ নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হবার পর থেকেইএকটা তৃনমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয়েছে। বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । পাশাপাশি ব্যাথা ঘড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে ।ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে ।